নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে তেলের দাম কমার এক বছরেরও বেশি সময় পর অবশেষে জ্বালানি তেলের দাম কমলো। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন দর অনুযায়ী অকটেন ও পেট্রল বিক্রি হবে প্রতি লিটার যথাক্রমে ৮৯ টাকা ও ৮৬ টাকায়; যার বর্তমান মূল্য ৯৯ টাকা ও ৯৬ টাকা।
পেট্রল-অকটেনের দাম লিটার প্রতি কমেছে ১০ টাকা। ডিজেল-কেরোসিনের দাম ৩ টাকা করে কমেছে। বর্তমানে ডিজেল ও কেরোসিন ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
রোববার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাত ১২টার পর থেকেই নতুন এ দর কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেলের দাম উঠেছিল ১২২ ডলার। এরপর ২০১৩ সালের ৪ জানুয়ারি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ওই সময় পেট্রল-অকটেন লিটার প্রতি ৫ টাকা ও ডিজেল কেরোসিনের দাম ৭ টাকা করে বাড়ায় সরকার।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে। তাই নানা মহল থেকেই দাবি ওঠে তেলের দাম কমানোর। তবে সরকার বিষয়টি মানছিল না।
এর আগে দেশের বাজারে ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। ৩১ মার্চ এই তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে ২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি তেলের দাম কমানো সিদ্ধান্ত নেয় সরকার।
আজ রাত ১২টার পর থেকেই সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হবে।
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম