রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৮:৫৮:১০

আমাকে খুব শিগগিরই হত্যা করা হবে : ইমরান এইচ সরকার

আমাকে খুব শিগগিরই হত্যা করা হবে : ইমরান এইচ সরকার

নিউজ ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এক স্ট্যাটাসে বলেছেন, আমাকে খুব শিগগিরই হত্যার হুমকি দেয়া হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় তার মোবাইল ফোনে এ হুমকি দেয়া বলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেছেন ইমরান এইচ সরকার।

ফেসবুকে ইমরান এইচ সরকার লিখেছেন, আজ সন্ধ্যা ৭টা ১২ মিনিটে 'ইউনাইটেড কিংডম' এর কোড সম্বলিত একটি নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।  বলা হয়েছে আমাকে খুব শিঘ্রই হত্যা করা হবে।

ইমরান লিখেন, আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন কোন উত্তর দেয়া হয়নি।  বারবার শুধু বলা হলো হত্যা করা হবে।  কোথায়, কিভাবে খুন করবেন জানতে চাইলে কল কেটে দিয়েছে।

স্ট্যাটাসে ইমরান লিখেন, আমি জানি এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না।  তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার।  আর হুমকি-ধামকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর।

তিনি লিখেন, যে দেশে খুন-পাশবিক নির্যাতনের বিচার হয় না সেদেশে হুমকি তেমন বড় কোনো ঘটনা না।  তাছাড়া কয়েকদিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক তো আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিল, তার কি বিচার হয়েছে?

ফেসবুকে তিনি লিখেন, প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরনো বন্ধু জানতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কিনা? আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে