ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে ডাকা সোমবারের হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে একটি মিছিল করেন তারা। এ সময় তারা মশাল হাতে নিয়ে হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি ভিসি চত্বরের সামনে দিয়ে মহসিন হল, সূর্যসেন হল, বিজয় একাত্তর হল হয়ে কলা ভবন ঘুরে মধুর ক্যান্টিনের সামনে দিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিন্স, বিপ্লবী ছাত্র মৈত্রির আহ্বায়ক ইকবাল কবির, ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্য, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ছাত্র ফেডারেশনের ফয়সাল মাহবুব, ফেডারেশনের সালমান মাহবুব, পাহাড়ি ছাত্র পরিষদের বিপুল চাকমা।
এদিকে রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রগতিশীল ছাত্র জোটের হরতালে ১৪টি রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন ও নারী সংগঠনসমূহ হরতালের সমর্থনে মাঠে নামার ঘোষণা দিয়েছে।
এছাড়া অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আজফার হোসেন, গীতি আরা নাসরিন, অধ্যাপক এম এম আকাশ, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, শিল্পী অরুপ রাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ হরতালে সমর্থন জানিয়েছেন।
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম