ঢাকা : মারা গেছেন জনপ্রশাসনে কর্মরত উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধন (৫০)।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে (স্থানীয় সময় ৮.৩৯) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
বাঁধন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী। এ দম্পতির একমাত্র সন্তান খান ইফতেশাম আবতাহি আরিয়ান।
উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে বাংলাদেশ ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে আইরিন পারভীন বাঁধন রাজপথে অন্যতম ভূমিকা রাখেন।
মেধাবী নেত্রী আইরিন সবার কাছে পরিচিত ছিলেন। শিক্ষাজীবন শেষ হওয়ার পর তিনি ১১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন।
আইরিন পারভীন বাঁধনের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুরের দ্বারিয়াপুরে।
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম