নিউজ ডেস্ক : সন্তানসম্ভবা সাবিনা আক্তার ১৮ এপ্রিল বুধবার রাজধানীর সবুজবাগের নন্দিপাড়ায় অবস্থিত তালুকদার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। সেদিনই অস্ত্রোপচারের পর সাবিনাকে জানানো হয়, তিনি মৃত সন্তান প্রসব করেছেন।
এর তিনদিন পর সেই মৃত নবজাতককে গতকাল শনিবার জীবিত অবস্থায় সাবিনার কোলে তুলে দিল র্যাব। এ ঘটনায় নবজাতক চুরি ও বিক্রি চেষ্টার দায়ে ওই হাসপাতালের মালিক আনোয়ারা আক্তারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অব্যস্থাপনা ও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ওই হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, গত বুধবার সাবিনা তালুকদার হাসপাতালে ভর্তি হন। সেদিনই অস্ত্রোপচার করে তার সন্তান প্রসব করানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ সাবিনাকে জানায়, তিনি মৃত ছেলে সন্তান প্রসব করেছেন। ওই নবজাতককে বিক্রির উদ্দেশ্যেই নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন হাসপাতালের মালিক।
মুশতাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ৫০ হাজার টাকায় ওই নবজাতককে বিক্রির সময় হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় হাসপাতাল মালিক আনোয়ারা আক্তারকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা হয় নবজাতককেও।
তিনি জানান, পরে র্যাবের জিজ্ঞাসাবাদে প্রতারণা করে নবজাতক চুরি ও বিক্রি চেষ্টার কথা স্বীকার করেন আনোয়ারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত আনোয়ারাকে ছয় মাসের কারাদণ্ড দেন। হাসপাতালটিও সিলগালা করে দেয়া হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, গত তিনদিনে ওই নবজাতককে কোনো চিকিৎসা দেয়া হয়নি। উদ্ধারের পর জরুরিভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ওঠার পর নবজাতকের মা ও স্বজনদের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
নবজাতকের মা সাবিনা আক্তার জানিয়েছেন, সন্তানসম্ভবা অবস্থায় তাকে ফেলে রেখে চলে গেছে তার স্বামী সোহেল মিয়া। স্বজনদের সহায়তায় ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রথমে বলা হয়, তিনি মৃত সন্তান প্রসব করেছেন। টাকা দিলে সন্তান ফেরত দেয়া হবে। হাসপাতালের লোকজন এমন কথা বলার পর বিষয়টি নিয়ে সন্দেহ জাগে।
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম