নিউজ ডেস্ক : চলন্ত বাসে কন্যাসন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। কোনো ধরনের জটিলতা ছাড়াই ফুটফুটে সন্তান প্রসব করেন তিনি। ওই সন্তানের নাম রাখা হয় টিয়া।
আজ রোববার সকালে ঢাকা থেকে রংপুরগামী টিআর ট্রাভেলসের একটি বাসে এ ঘটনা ঘটে।
গাড়ির ড্রাইভার কালাম গণমাধ্যমকে জানান, গতকাল শনিবার রাতে ঢাকার আব্দুল্লাপুর হতে পীরগঞ্জের উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী পূর্বপাড়ার সাদিকুর ইসলামের স্ত্রী রোকসানা বেগম ও তার শাশুড়িসহ তিন যাত্রী তাদের গাড়িতে উঠেন।
তিনি জানান পথিমধ্যে অন্তঃসত্ত্বা রোকসানার প্রসব বেদনা ওঠে। এ সময় শাশুড়ির সহযোগিতায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই কন্যা সন্তান জন্ম দেন গৃহবধূ। পরে গাড়ির লোকজন বিষয়টি টের পায়।
এ ব্যাপারে রোকসানার স্বামী সাদিকুর ইসলাম জানান, তিনি পেশায় একজন রিকশাচালক। দীর্ঘদিন ঢাকার আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
তাদের ঘরে ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানান তিনি।
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম