সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৮:২১:৫১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৫ কোটি টাকার বিলাসবহুল জিপ আটক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৫ কোটি টাকার বিলাসবহুল জিপ আটক

নিউজ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিনের ৫ কোটি টাকা মূল্যের একটি পোরশে জিপ আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে গাড়িটি আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, এমপি কোটায় নিয়ে আসা গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দীর্ঘদিন চালানো হচ্ছিল।

শুল্ক ও গোয়েন্দা অধিদফতর সূত্রে জানা গেছে, ২০০৬ সালের অক্টোবরে এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় পোরশে জিপ গাড়িটি আনা হয়। এর তিন মাসের মধ্যে আমদানি শর্ত লঙ্ঘন করে ২০০৭ সালের জানুয়ারিতে শুল্ক না দিয়ে মাত্র ৮০ লাখ টাকায় তিনি গাড়িটি হস্তান্তর করেন প্রেস্টিজ মোটরসের কাছে।

৪৫০০ সিসির এই বিলাসবহুল গাড়িটি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ৯২ লাখ টাকায় অ্যাবেকো ইন্ডাস্ট্রিজের কাছে হস্তান্তর করা হয়। অথচ শুল্কসহ গাড়িটির দাম প্রায় ৫ কোটি টাকা বলে জানায় শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে