সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৮:৫৬:৪৪

আওয়ামী লীগ নেতা টুকুকে খুন করেছে এক যুবক, কে সে?

আওয়ামী লীগ নেতা টুকুকে খুন করেছে এক যুবক, কে সে?

রাজশাহী : রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকুকে খুন করেছে এক যুবক। অসাবধানতায় নিজের অস্ত্রে নয়, বরং পেছন থেকে গুলি করে তাকে খুন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এনামুল হক। জিয়াউল হক টুকু জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ছিলেন।

অধ্যাপক ডা. এনামুল হক জানান, টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে। পিঠের দিকে যে ফুটো আছে তা তুলনামূলক ছোট। এছাড়াও বুকের হাড়ের ভেতরের অংশে গুলির জখম পাওয়া গেছে। এ থেকে বিষয়টি বোঝা যায় যে, টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে। গুলি হাড়ের ভেতরের অংশ জখম করে অল্প উপর দিয়ে বেরিয়ে যায়। এছাড়াও গুলিতে ফুসফুসের নিচের অংশও জখম হয়।

তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট এখনো দেয়া হয়নি। কয়েকদিনের মধ্যে বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট জমা দেয়া হবে। রোববার রাত ৮টার দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানান তিনি।

এর আগে রোববার বিকেল ৪টায় জিয়াউল হক টুকুকে রাজশাহী মহানগরীর নগর ভবনের সামনে নিজের ব্যবসায়িক চেম্বারে থাকা অবস্থায় ব্যবসায়িক পার্টনার ঢাকার ব্যবসায়ী নয়ন নামের এক যুবক টুকুকে গুলি করে। পুলিশ এখন তাকে ধরতে অভিযান শুরু করেছে।

প্রথমে নিজের পিস্তলের গুলিতে মারা যাওয়ার সংবাদ রটলেও পরে হত্যার বিষয়টি পরিষ্কার হয়। ময়নাতদন্তে এ হত্যাকাণ্ডের বিষয়টি আরো বেশি পরিষ্কার হয়ে উঠলো।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে