সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৯:২৭:৫৫

কম দরে বিক্রি হচ্ছে তেল

কম দরে বিক্রি হচ্ছে তেল

নিউজ ডেস্ক : জ্বালানি তেলের নির্ধারিত নতুন দর কার্যকর হয়েছে। সোমবার সকালে রাজধানীর পাম্পগুলো নতুন দরে তেল বিক্রি করছে। রোববার বিকেলে ডিজেলের দাম প্রতি লিটারে তিন টাকা, অকটেন ১০ টাকা, পেট্রোল ১০ টাকা ও কেরোসিন তিন টাকা কমানো হয়েছে। মধ্যরাত থেকে এই নতুন দর কার্যকর হয়। বিশ্ব বাজারে তেলের দাম কমার এক বছরেরও বেশি সময় পর জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করল।
 
পাম্প কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৭টার পর থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলো খুলতে শুরু করেছে এবং সরকারে নির্দেশনা অনুযায়ী নতুন দামে তেল বিক্রি করা হচ্ছে।

জ্বালানি তেলের দাম কমানোয় সন্তুষ্ট গবেষক ও ব্যবসায়ীরা অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাবের প্রত্যাশা করছেন। তারা বলছেন, এতে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। মূল্যস্ফীতি কমবে। ব্যাংক ঋণের সুদের হার কমবে। দেশি বিনিয়োগের পাশপাশি বিদেশি বিনিয়োগও বাড়বে। ডিজেলের দাম আরও কমানোর দাবি জানিয়েছেন তারা।

এর আগে ৩১ মার্চ ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১৮ টাকা কমানো হয়। জ্বালানি তেলের দাম কমার ঘোষণা আসার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে তেলের দাম কমানোর দাবি জানিয়ে আসছি। দেরিতে হলেও সরকার আমাদের কথা শুনেছে। এজন্য আমরা খুশি।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে