নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে প্রগতিশীল ছাত্রজোট। এর ফলে রাজধানীর অন্য সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা জড়ো হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীরা তনু হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, কুমিল্লা সেনানীবাস এলাকায় গত ২০শে মার্চ সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়।
২৫ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/প্রিন্স