সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০১:০৮:৪৫

খেলনার ভেতর ২ কোটি টাকার স্বর্ণ!

খেলনার ভেতর ২ কোটি টাকার স্বর্ণ!

নিউজ ডেস্ক : ওজন মাপার যন্ত্র ও খেলনার মধ্যে দুেই কোটি টাকার স্বর্ণ ধরা খেল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাবিবুর রহমান নামের এক যাত্রীর কাছ থেকে ১৬০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমসের শুল্ক গোয়েন্দা তদন্ত বিভাগ।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দুবাই থেকে আসা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার রিয়াজুর ইসলাম জানান, হাবিবুর রহামন দুবাই থেকে ওজন মাপার যন্ত্র ও বেশ কিছু খেলনা আনেন। সন্দেহ হলে জিনিসপত্রগুলি তল্লাশি করা হলে সাড়ে তিন কেজি ওজনের মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে