নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার না হলে সারাদেশে ৬০ ঘণ্টার হরতাল দেয়ার হুমকি দিয়েছেন ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন।
সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে তনু হত্যার বিচার দাবিতে হরতাল কর্মসূচি চলাকালীন এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
এর আগে সকাল ৬টা থেকে হরতাল পালনে শাহবাগে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতারা।
ইমরান হাবিব রুমন বলেন, তনু হত্যার বিচার দাবিতে হরতালে সমর্থন দিয়েছে জনগণ। এ হত্যার বিচার না হলে প্রয়োজনে ৬০ ঘণ্টার হরতাল আহবান করবো। হত্যাকারীদের মুখোশ উন্মোচন করবো।
সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল বলেন, আজকের হরতালে আমাদের সাথে দেশের সব মানুষ রাস্তায় নেমেছে। তনু হত্যার পর সারাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়লেও সরকার হত্যাকারীদের এখনো ধরতে পারেনি। এ হত্যার বিচার না হলে পুরো দেশ অচল করে দেব।
এরপর তনু হত্যার বিচার দাবিতে আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি আগামীকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হবে।
ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেন, আমরা যদি হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান না নেই তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। দেশে বিচারহীনতার অপসংস্কৃতি চলছে। এর বিরুদ্ধে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
২৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম