সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৯:২৮:৪৮

রাজধানীতে খুন হওয়া জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির ভাই

রাজধানীতে খুন হওয়া জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির ভাই

নিউজ ডেস্ক : এবার ঢাকায় অজ্ঞাতপরিচয় আততায়ীদের হামলায় সমকামীদের প্রথম পত্রিকা রূপবানের এক সম্পাদক জুলহাস মান্নানসহ দু’ব্যক্তি নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

২৫ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।  নিহতদের নাম জুলহাস মান্নান ও তন্ময় মজুমদার।  তারা দু’জন সম্পর্কে বন্ধু বলে জানা গেছে।  

নিহত জুলহাস মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণির খালাতো ভাই।  তিনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসার ও ইউএসএইডের কর্মকর্তা ছিলেন।

জুলহাজ বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন ‘রূপবান’ এর সম্পাদকীয় বোর্ডের সদস্যও ছিলেন।

হামলায় আহত একজন নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা।  তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কলাবাগানের ওই ভবনে কুরিয়ার সার্ভিসকর্মী পরিচয়ে ৪-৫ জন যুবক প্রবেশ করে।  এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দু’জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।  

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত নিরাপত্তাকর্মী পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।  তিনি সেখানেই চিকিৎসাধীন।

কলাবাগান থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।  পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে উত্তর ধানমণ্ডির বাড়ি নং ৩৫/এ কলাবাগানের তেঁতুলতলা মাঠের পাশে।

ধানমণ্ডি জোনের এসি রেজাউল ইসলামও তথ্যটি নিশ্চিত করেছেন।  সিআইডি ও ডিবির পৃথক দু'টি টিম ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

এ দুটি হত্যার কারণ সম্পর্কেও এখনো ধারণা দিতে পারেনি পুলিশ।

এ হত্যার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন আজই দিনের আরো আগের দিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেন যে, বিশ্বের অনেক আধুনিক দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

এর আগে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকেও একই কায়দায় দিনেদুপুরে খুন করা হয়।

ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাম্প্রতিক বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন।

দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে নানাভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, দেশি জঙ্গিরাই আইএসের নাম ব্যবহার করে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে