সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ১১:২০:৪৯

হদিস মেলেনি শিবিরের সাবেক সভাপতি ড. মাসুদের

হদিস মেলেনি শিবিরের সাবেক সভাপতি ড. মাসুদের

নিউজ ডেস্ক : ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের কোনো খোঁজ মেলেনি।  পুলিশের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করলে পুলিশ বলেছে, মাসুদকে আটকের কোনো খবর তাদের কাছে নেই।

তবে পরিবারের সদস্যরা বলেছেন, রোববার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পরই মাসুদকে একটি নম্বর-প্লেটবিহীন গাড়িতে তুলে নেয়া হয়।  এরপর থেকে তার কোনো খোঁজ নেই।  

মহানগর পুলিশের মিডিয়া সেলের ডিসি মারুফ হোসেন সরদার গতরাতে বলেন, এমন কোনো আটকের খবর তার জানা নেই।

পরিবারের সদস্যরা বলেন, ড. শফিকুল ইসলাম মাসুদ উচ্চ আদালতের নির্দেশে রোববার কারাগার থেকে মুক্তি পান।  সন্ধ্যায় কারাফটক থেকে বের হওয়ার পরই একটি নম্বরপ্লেট ছাড়া গাড়িতে তাকে টেনে হেঁচড়ে তোলা হয়।  এসময় পরিবারের সদস্যরা জানতে চাইলে তারা পুলিশ সদস্য বলে পরিচয় দেন।

ড. মাসুদের বৃদ্ধ বাবা অধ্যাপক সিরাজুদ্দিন খান ও মা কানিজ ফাতেমা গণমাধ্যমকে জানান, সবগুলো মামলা থেকে মাসুদ জামিন পেয়েছে।  মুক্তির পর তাকে কারাফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।  তার জীবন নিয়ে আমরা শঙ্কিত।  

জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘ ১৯ মাস কারাভোগের পর রোববার মুক্তি পান।  রাত সোয়া ৮টার দিকে তার আইনজীবী, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সাদা পোশাকধারী কিছু লোক ডিবি পুলিশ পরিচয়ে নম্বরবিহীন একটি কালো মাইক্রোবাসে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যায়।
মাসুদের কোনো সন্ধান মেলাতে পারেননি তারা।

পরিবারের সদস্যরা বলেছেন, মাসুদকে যখন টেনে হেঁচড়ে তুলে নেয়া হয় তখন সেখানে একটি ছবি তোলা হয়।  ওই ছবিতেই রয়েছে কারা মাসুদকে তুলে নিয়েছে।

এদিকে কারাফটক থেকে ড. মাসুদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর শাখা।  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান এ নিন্দা জানান।
২৫ এপিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

রাজনীতি

চব্বিশ ঘণ্টায়ও হদিস মেলেনি শিবিরের সাবেক সভাপতি ড. মাসুদের

 

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০১৬,সোমবার, ২০:১৯

 
 
 
 
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/113259#sthash.kmmZORJH.dpuf

রাজনীতি

চব্বিশ ঘণ্টায়ও হদিস মেলেনি শিবিরের সাবেক সভাপতি ড. মাসুদের

 

 

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০১৬,সোমবার, ২০:১৯

 
 
 
 
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/113259#sthash.kmmZORJH.dpuf

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে