সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ১১:৫২:২০

নিহত জুলহাজ ছিলেন আমাদের প্রিয় বন্ধু : মার্কিন রাষ্ট্রদূত

নিহত জুলহাজ ছিলেন আমাদের প্রিয় বন্ধু : মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক : রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যার নিন্দা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত স্ট্রিফেন ব্লুম বার্নিকাট।

সোমবার রাতে দূতাবাসের ফেসবুক পাতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সন্ধ্যায় জুলহাজ মান্নান এবং আরেক বাংলাদেশি যুবককে নির্মম খুনের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।  মার্কিন দূতাবাসে আমাদের যারা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলেন তাদের কাছে জুলহাজ এক সহকর্মীর চেয়েও বেশি কিছু ছিলেন।  তিনি ছিলেন আমাদের প্রিয় বন্ধু।

এই ঘটনায় জুলহাজ এবং অন্যান্য যারা হতাহত হয়েছেন তাদের জন্য আমাদের প্রার্থনা।  আমরা এই হৃদয়হীন সহিংসতার কঠোর নিন্দা জানাই এবং এসব হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদের দ্রুত গ্রেপ্তারে বাংলাদেশ সরকারে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
 
আততায়ীদের হামলায় সমকামীদের প্রথম পত্রিকা রূপবানের এক সম্পাদক জুলহাস মান্নানসহ দু’ব্যক্তি নিহত হন।  এ ঘটনায় আহত হন আরো তিনজন।

২৫ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।  তারা দু’জন সম্পর্কে বন্ধু বলে জানা গেছে।  

হামলায় আহত একজন নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা।  তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কলাবাগানের ওই ভবনে কুরিয়ার সার্ভিসকর্মী পরিচয়ে ৪-৫ জন যুবক প্রবেশ করে।  এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দু’জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত নিরাপত্তাকর্মী পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।  তিনি সেখানেই চিকিৎসাধীন।

কলাবাগান থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।  পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে উত্তর ধানমণ্ডির বাড়ি নং ৩৫/এ কলাবাগানের তেঁতুলতলা মাঠের পাশে।

ধানমণ্ডি জোনের এসি রেজাউল ইসলামও তথ্যটি নিশ্চিত করেন।  এ দুটি হত্যার কারণ সম্পর্কেও এখনো ধারণা দিতে পারেনি পুলিশ।

জানা গেছে, নিহত জুলহাস মান্নান ঢাকায় মার্কিন দাতা সংস্থা ইউএস এইডে কর্মরত ছিলেন।

২৫ এপিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে