মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০২:৫০

ভাইয়ের মরদেহ দেখতে লেকসার্কাসের বাড়িতে ভারাক্রান্ত দীপুমনি

 ভাইয়ের মরদেহ দেখতে লেকসার্কাসের বাড়িতে ভারাক্রান্ত দীপুমনি

ঢাকা : রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তদের চাপাতির কোপে নিহত জুলহাজ মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির খালাতো ভাই।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী।  এসময় তার মন ছিল ভারাক্রান্ত।  তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঘুরে ঘুরে ঘটনাস্থল দেখেন।

জুলহাজ সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসার ও ইউএসএইড’র কর্মকর্তা ছিলেন।  সেইসঙ্গে বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন ‘রূপবান’র সম্পাদকীয় বোর্ডের সদস্যও ছিলেন তিনি।  

সোমবার বিকেলের দিকেই বন্ধু তনয়সহ লেকসার্কাস রোডের ওই বাড়িতে খুন হন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার দিকে কলাবাগানের ওই ভবনে কুরিয়ার সার্ভিসকর্মী পরিচয়ে ৪ থেকে ৫ জন যুবক প্রবেশ করে।  এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দু’জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।  

বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ বাধা দিতে গেলে তাকেও কোপায় হত্যাকারীরা।  পরে লোকজনের চিৎকারে পুলিশ এগিয়ে এলে হত্যাকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

জুলহাস মান্নান চাঁদপুরের শহরাস্তি উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব এম এ মান্নানের ছেলে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত স্ট্রিফেন ব্লুম বার্নিকাট।

সোমবার রাতে দূতাবাসের ফেসবুক পাতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সন্ধ্যায় জুলহাজ মান্নান এবং আরেক বাংলাদেশি যুবককে নির্মম খুনের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।  মার্কিন দূতাবাসে আমাদের যারা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলেন তাদের কাছে জুলহাজ এক সহকর্মীর চেয়েও বেশি কিছু ছিলেন।  তিনি ছিলেন আমাদের প্রিয় বন্ধু।

এ ঘটনায় জুলহাজ এবং অন্যান্য যারা হতাহত হয়েছেন তাদের জন্য আমাদের প্রার্থনা।  আমরা এই হৃদয়হীন সহিংসতার কঠোর নিন্দা জানাই এবং এসব হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদের দ্রুত গ্রেপ্তারে বাংলাদেশ সরকারে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
 
কলাবাগান থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে উত্তর ধানমণ্ডির বাড়ি নং ৩৫/এ কলাবাগানের তেঁতুলতলা মাঠের পাশে।
২৫ এপিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে