মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০১:৫০:২৬

ধোনির দুর্বল পুনের বিরুদ্ধে আত্মবিশ্বাসী মুস্তাফিজের হায়দরাবাদ

ধোনির দুর্বল পুনের বিরুদ্ধে আত্মবিশ্বাসী মুস্তাফিজের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক : প্রথম ২ ম্যাচে হারের পর ছন্দ ফিরে পেয়েছে। তারপর টানা ৩ ম্যাচে জয়। রাইজ়িং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নামছে সা‍নরাইজ়ার্স হায়দরাবাদ। লিগ টেবিলে ভালো জায়গায় নেই রাইজ়িং পুনে সুপারজায়ান্টস। ৫ ম্যাচে মাত্র একটিতে জয় এসেছে। এই অবস্থায় বেশ চাপে পুনে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। দলকে কীভাবে সাফল্যের রাস্তায় ফেরানো যায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তিনি।

ব্যাটিং ভাল হওয়া সত্ত্বেও দল জিততে পারছে না। এর প্রধান কারণ দলের বোলাররা সেভাবে জ্বলে উঠতে পারছেন না। একে ব্যাটে রান নেই, তার ওপর ধোনির পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠছে। সানারাইজ়ার্সের বিরুদ্ধে সবকিছুর পরেও জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন পুনে ক্যাপ্টেন।

পুনের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাস তুঙ্গে হায়দরাবাদ শিবিরে। তার ওপর অধিনায়ক ডেভিড ওয়ার্নার রয়েছেন দুরন্ত ফর্মে। শেখর ধাওয়ানও ছন্দে ফিরে পেয়েছেন। মুস্তাফিজের কাটারেও আগুন ঝরছে। ভুপেনশ্বর কুমার, ইওন মর্গান, নমন ওঝারাও ভরসা জোগাচ্ছেন দলকে।

২৬ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে