নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নানসহ জোড়া খুনের ঘটনায় স্তম্ভিত যুক্তরাষ্ট্র। বর্বরোচিত এ হত্যাকাণ্ডে জুলহাসের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে মার্কিন সরকার। দেশটির পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউএসএআইডি’র কর্মকর্তা ছিলেন। সন্ধ্যায় তিনি তার বন্ধু মাহবুব তনয়সহ কলাবাগানের বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস