নিউজ ডেস্ক : লাগাতার নৌযান ধর্মঘট নিয়ে ত্রিপক্ষীয় এ বৈঠক ডেকেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। এই কর্মসূচি প্রত্যাহার নিয়ে মঙ্গলবার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে দুপুর দেড়টায় বৈঠকে বসছে মালিক-শ্রমিক প্রতিনিধিরা। বৈঠকে শেষে নৌযান শ্রমিক ধর্মঘট নিয়ে সংবাদ সম্মেলন করে সর্বশেষ পরিস্থিতি জানাবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
নৌযান শ্রমিকদের চার ধর্মঘটি সংগঠনের একটি ইতোমধ্যে তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে। ধর্মঘটি বাকি তিন সংগঠনের দুই গ্রুপ কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও অন্যপক্ষ ধর্মঘটে অনড়। তবে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়া হলেও যাত্রীবাহী লঞ্চগুলো চলছে।
এদিকে ধর্মঘটের মধ্যেও যাত্রীবাহী নৌযান চলছে সীমিত পরিসরে। মালবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনের বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ২০ এপ্রিল রাত ১২টা থেকে সারাদেশে কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা। কর্মবিরতি আহ্বান করা সংগঠনগুলো হলো-নৌযান শ্রমিক ফেডারেশন, জাহাজী শ্রমিক ফেডারেশন, লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন। এর মধ্যে অন্য তিন সংগঠন তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস