মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ১১:৪২:৪৯

প্রধান আসামি গ্রেপ্তার

প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রুস্তম আলী হাওলাদার খুনের ঘটনায় প্রধান আসামি হিমেল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাজীপুর সিটি করপোরেশন এলাকায়। তার বাবার নাম হাসান আলী।

সোমবার রাতে নিহতের স্ত্রী নাসরিন আক্তারের দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় হিমেলকে। মামলায় ৮ জনকে আসামি করা হলেও ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি চারজন অজ্ঞাত।   

জয়দেবপুর থানার এসআই এনামূল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, হিমেল উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মামলায় উল্লেখ করা অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে সোমবার বেলা ১১টার দিকে দৃবৃত্তদের গুলিতে নিহত হন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা কারা সার্জেন্ট ইনস্ট্রাক্টর রুস্তম আলী হাওলাদার।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে