নিউজ ডেস্ক : রাজধানীর কলাবাগানে নিহত জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম আনোয়ার হোসেন লিঙ্কন। মঙ্গলবার দুপুরে তথ্য নিশ্চিত করেন কলাবাগান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।
তিনি জানান, সোমবার রাতে জোড়া খুনের পর প্রতাক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী শার্টের রঙ মিলে যাওয়ায় লিঙ্কনকে আটক করা হয়। সে সেন্ট্রাল কলেজের ছাত্র। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি বলেও দাবি করেন ওসি।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস