ঢাকা : এবার রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ৪৪/এইচ, পশ্চিম রাজাবাজারের একটি বাসার তৃতীয় তলা থেকে এক বিদেশি বিমানবালার লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে ৪৪/এইচ, পশ্চিম রাজাবাজারের ৬তলা বাসার ৩য় তলা থেকে বিমানবালার মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় বা মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
সূত্রে জানা যায়, নিহত বিমানবালা কাতার এয়ারওয়েজের সাবেক বিমানবালা হুমায়রা জাহান (৩৫)। তার মৃতদেহটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
২৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম