ঢাকা : সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশটা অনেক নিরাপদ। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর তনয়ের লাশের সামনে দাঁড়িয়ে বুকে রেখে বলুন, এদেশ নিরাপদ।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে দুর্বৃত্তদের হাতে নিহত নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে শেষ শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশকে, দেশের মানুষকে ভালোবাসতো বলেই সাংস্কৃতিক কর্মের সাথে জড়িত হয়ে পড়ে তনয়। কিছুদিন ধরে হন্তারকের হাতে একের পর এক যুবকদের মৃত্যু হচ্ছে। তাহলে বলতেই হয় আমরা নিরাপদ নই।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে নাসির উদ্দিন ইউসুফ বলেন, এই হন্তারকদের গ্রেফতার করুন। শাস্তি দিন, এর বেশিকিছু আমরা চাই না।
আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে শামিল হই। আমাদের এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াইয়ে হারলে বাংলাদেশ হেরে যাবে।
নাট্যজন আতাউর রহমান বলেন, ৪৪ বছর আগে পাকিস্তানিরা যেভাবে পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবিদের হত্যা করেছিল সেই একইভাবে একের পর এক হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশ স্বাধীন করেছি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য। আপনাদের এ নিশ্চয়তা দিতে হবে, না হলে স্বাধীনতার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সবই মিথ্যা হয়ে যাবে।
রামেন্দু মজুমদার বলেন, মৃত্যুর মিছিল কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এরকম ঘটনা ঘটলে আমরা শোকে কাতর হই। কয়েকদিন পর আবার ভুলে যাই। কিন্তু কোনো বিচার পাই না।
ফকির আলমগীর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তনু এবং তনয় সব হত্যাকাণ্ডই একই সূত্রে গাঁথা। সবাই এক হতে পারলে দেশ বাঁচবে, তরুণরা বাঁচবে।
নিহত তনয়ের মামা বলেন, তনু আমাদের আদরের ছিল। মাত্র ২৯ বছর বয়সে তাকে এভাবে হারাতে হবে ভাবতে পারিনি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।
নিহত তনয়ের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা থিয়েটার, দৃষ্টিপাত নাট্যসংসদ, মহাকাল নাট্য সংসদ, বাংলাদেশ থিয়েটার, বটতলা, দনিয়া সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমির কর্মচারি ইউনিয়ন, বাংলাদেশ শিল্পকলা একডেমির চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগ, লোকনাট্যদল (বনানী), বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সহ বিভিন্ন নাট্য সংগঠন।
এরপর জাতীয় নাট্যশালার সামনে নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
আগামীকাল বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
২৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম