বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০২:১৭:১৩

খালেদা জিয়া অসুস্থ, আদালতে আবেদন মঞ্জুর

খালেদা জিয়া অসুস্থ, আদালতে আবেদন মঞ্জুর

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় সময় চেয়ে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ জুন ধার্য করা হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এক নম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ তারিখ ধার্য করেন। আবেদনে কারণ হিসেবে খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, ‘এ মামলায় আজ আসামির উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করি। আদালত ওই আবেদন মঞ্জুর করেছেন।’

খালেদা জিয়ার সময় আবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি একজন নারী। হাতে ও পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তার চোখেরও সমস্যা রয়েছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। হার্টেও সমস্যা রয়েছে। এ কারণে তিনি আজ আদালতে হাজির হতে পারেননি। তাই তার সময় আবেদন মঞ্জুর করা হোক।

এর আগে ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া। এ মামলায় গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এই আদালত।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে