ঢাকা : সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে স্মরণকালের সেরা সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ ঘোষণা দেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।
বুধবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপির যৌথ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, অতীতের সব রেকর্ড ভেঙে পহেলা মে শ্রমিক সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। সরকার গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে। জনগণকে ভয় পাচ্ছে সরকার। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই।
যৌথসভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।
প্রসঙ্গত, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে গণপূর্ত বিভাগের অনুমতি পেলেও এখনো ডিএমপি থেকে অনুমতি মেলেনি।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম