ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত। ভোটারবিহীন সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে ভাষানী মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
ফখরুল বলেন, আজ দেশের মানুষের কোনো অধিকার নেই। শ্রমিকরা ন্যায্য অধিকার পায় না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
আগামী ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শ্রমিক সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সমাবেশকে সফল করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম