ঢাকা : মার্কিন রাষ্ট্রদূত এ ধরনের সন্ত্রাসের সঙ্গে আইএস জড়িত এবং এ ধরনের সন্ত্রাসী ঘটনা একের পর ঘটে যাচ্ছে জানালেও তাকে আমরা বলেছি এ ধরনের সন্ত্রাসের সঙ্গে দেশি সন্ত্রাসীরা জড়িত। বাংলাদেশে সন্ত্রাসীদের সঙ্গে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সম্পর্ক তৈরি হয়নি বলে বার্নিকাটকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সাম্প্রতিক প্রায় সব হত্যাকাণ্ডের অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে, মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সরকার সবসময় বলছে, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সাংগঠনিক শক্তি এখানে নেই। কিন্তু তারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আমি বলেছি, এগুলো সব আমাদের লোকাল সন্ত্রাসী।
এসময় জুলহাজ ও তনয় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন বলেন, দেশি-বিদেশি গোয়ন্দাদের নিয়ে একটি বিশেষ সেল গঠন করে হত্যাকাণ্ডের তদন্ত করা হবে। অপরাধ দমনে নতুন সেল খোলা থাকবে ২৪ ঘণ্টা।
তিনি বলেন, সন্ত্রাসী দেশের কিংবা বিশ্বের যেখানকারই হোক, সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। সাম্প্রতিক হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। সময়মতো তা জানানো হবে।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম