বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৪:২৪:২৬

জুলহাজ হত্যাকাণ্ডকে ব্যক্তিগতভাবে নিয়েছে মার্কিনীরা

জুলহাজ হত্যাকাণ্ডকে ব্যক্তিগতভাবে নিয়েছে মার্কিনীরা

নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতার বিষয়ে একটি বিশেষ সেল খোলা হচ্ছে যা ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।

পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ সেলের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন বলে জানান তিনি।

আজ তার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাথে এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন সরকার বলছে বাংলাদেশে আইএস’র সাংগঠনিক শক্তি নেই কিন্তু ঘটনা ঘটেই চলেছে।

“জবাবে আমি বলেছি স্থানীয় সন্ত্রাসীরা এসব করছে অস্থিতিশীলতা তৈরির জন্যে”।

মন্ত্রী জানান বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার কথা বলা হয়েছে এবং জবাবে সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার কথা বলা হয়েছে।

এর আগে বৈঠক থেকে বেরিয়ে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন জুলহাজ হত্যাকাণ্ডকে তারা ব্যক্তিগতভাবে নিয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সব এজেন্সির প্রধানদের সবার সাথে বৈঠক কালে তিনি বলেছেন, কেউই এসবের বিরুদ্ধে একাকী পারবেনা, এজন্যে একযোগে কাজ করতে হবে।

“আমরা একসাথে কাজ না করলে, তথ্য শেয়ার না করলে তাহলে এ সন্ত্রাসীরা জিতে যাবে”।

তিনি বলেন, "যতগুলো হত্যাকাণ্ডই ঘটেছে সেগুলোর বিষয়ে আমরা শোক প্রকাশ করেছি কিন্তু জুলহাজের ঘটনা আমাদের জন্য ব্যক্তিগতও বটে"।-বিবিসি
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে