নিউজ ডেস্ক : সরকার উৎখাতে যারা ব্যর্থ হয়েছে, তাদের মদদেই মানুষ হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, শেখ হাসিনা সরকার উৎখাতে ব্যর্থ হয়ে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের মদদেই মানুষ হত্যা করা হচ্ছে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর পর্যালোচনা করতে গঠিত মনিটরিং কমিটির সভার শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা একসময় আন্দোলনের নামে প্রকাশ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদেরই মদদ আছে এ গুপ্তহত্যায়। তারা আন্দোলনের নামে শত শত মানুষ হত্যা করেও যখন কিছু করতে পারেনি, এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে তারা।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম