নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গুম, খুন চলছে। কারও নিরাপত্তা নেই, মানুষ এখন ঘরের ভেতরেও নিরাপদ নয়। গতকাল রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের প্রস্তুতি হিসেবে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, কাজী আসাদুজ্জামান, আবুল খায়ের ভূইয়া, কাজী আবুল বাসার, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ যৌথসভায় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। আর ভোটারবিহীন সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। এ অবস্থা থেকে উত্তরণে বিএনপি নেতা-কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই কেবল জনগণ ও শ্রমিক সমাজের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।-বিডি প্রতিদিন
২৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ