নিউজ ডেস্ক : হিজাব পরে ক্লাসে আসায় এক ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আজিজুর রহমান। মঙ্গলবার আবারো তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেন তিনি। অধ্যাপক ড. আজিজুর রহমান আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্রভাবশালী সদস্য ও সিন্ডিকেট সদস্য।
এর আগেও নাবিলা আক্তার নামে এক ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে আজিজুরের বিরুদ্ধে। তার যুক্তি, হিজাবধারী কি ছাত্র না ছাত্রী তা বুঝা যায় না। যার কারণে ওই ছাত্রীকে বেশ কয়েকদিন যাবত অ্যাটেন্ডেন্সও দিচ্ছেন না তিনি।
জানা গেছে, বেশ কয়েকদিন যাবৎ বোরকা পরে ক্লাসে আসার কারণে ভুক্তভোগী ওই ছাত্রীকে বোরকা পরে ক্লাসে আসতে বারণ করেন শিক্ষক আজিজুর রহমান। তিনি বলেন, যতদিন হিজাব পরে আসবে ততদিন তোমার অ্যাটেডেন্স দেয়া হবে না।
এ ঘোষণার পর বেশ কয়েকটি ক্লাসে উপস্থিত থেকেও অ্যাটেডেন্স পায়নি ওই ছাত্রী। ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে হলে কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারে না।
সর্বশেষ মঙ্গলবার দাঁড়িয়ে অ্যাটেডেন্স দেয়ার জন্য অনুরোধ করলে শিক্ষক আজিজুর রহমান তাকে হিজাব খুলে ক্লাসে আসলে অ্যাটেডেন্স দেয়া হবে বলে জানান।
এসময় তিনি বলেন, তুমি কি ছাত্র না ছাত্রী সেটা কিভাবে বুঝবো। বিশ্ববিদ্যালয়ে তোমার আইডেনটিটি কি? এর পরপরই তাকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন। এই ঘটনায় কয়েকজন ছাত্রী প্রতিবাদ করলে তাদেরকেও ক্লাস থেকে বের করে দেন প্রভাবশালী এই শিক্ষক।
তবে ঘটনাটি গতবারের মতো এবারও অস্বীকার করলেন অধ্যাপক ড. আজিজুর রহমান। তিনি বলেন, হিজাব পরার কারণে কাউকে বের করে দেয়া হয়নি। ওই ছাত্রীটি শিক্ষক ও বয়স্ক ব্যাক্তিদের শ্রদ্ধা করতে রাজী নয়। ওই দিনের ক্লাসেও সে আমার সঙ্গে অশ্রদ্ধাপূর্ণ আচারণ করেছে। যার কারণে তাকে ক্লাস থেকে বের করে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ঘটনাটি আমি শুনিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো পোশাক নির্দিষ্ট করে দেয়া নেই। যে যেকোনো পোশাক পরে শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারবে।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস