বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০২:৫৪:৩৯

‘আরে বাবা আইএস কোথায়’

‘আরে বাবা আইএস কোথায়’

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ যখন শান্তিতে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহলের সহ্য হচ্ছে না। তারা আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে। হত্যাসহ নানা অরাজকতা সৃষ্টি করছে। শান্তি বিনষ্টের প্রয়াস চালাচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পুলিশের ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্র করে, মানুষ হত্যা করে আইএসের নাম দেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান খাঁন কামালের প্রশ্ন, কিছু একটা হলেই বাংলাদেশে আইএস আছে বলে প্রচারের প্রয়াস চলে। আমরা কোনো ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা পাইনি। তাহলে আইএস আসে কোথা থেকে?

তিনি বলেন, দুই-একজনকে হত্যা করে দেশকে জঙ্গিরাষ্ট্র বানানো সম্ভব নয়। বলা হচ্ছে বাংলাদেশে আইএস আছে। আইএস’ই সম্প্রতি হামলা চালিয়ে খুন করছে। আরে বাবা আইএস কোথায়?

ধর্মীয় চেতনায় জঙ্গিবাদী তৎপরতা প্রতিরোধে দেশের সব ধর্মীয় নেতাদের নিয়ে রাজধানীতে এ ধর্মীয় সম্প্রীতি সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে