ঢাকা : নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের সাথে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
যাত্রার আগে মির্জা ফখরুল বলেন, বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে চারদিনের জন্য ব্যাংকক যাচ্ছি। সেখানে বামরুনগ্রাদ হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেন্ট করা আছে।
আগামী ২ মে দেশে ফেরার কথা রয়েছে তার। তবে মির্জা ফখরুলের দেশে ফেরার বিষয়টি তার চিকিৎসার ওপর নির্ভর করছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম