ঢাকা : বিশ্বব্যাপী চলমান সাম্প্রদায়িক উগ্রবাদকে অভিন্ন বিপদ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ মুহূর্তে আমাদের অভিন্ন শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। অভিন্ন বিপদ মোকাবেলায় জনগণকে নিয়ে অভিন্ন ক্ষেত্র তৈরি করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উগ্রবাদকে রুখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তে বিএনপি আমাদের প্রতিপক্ষ হিসেবে সবল পার্টি না, যাকে মোকাবেলা করা আমাদের জন্য দুরূহ। বিএনপির আন্দোলন, তাদের কর্মসূচি সাত-আট বছর ধরে দেখছি।
তিনি বলেন, প্রেস ব্রিফিংয়ের মধ্যে তাদের অ্যাকশন সীমিত। প্রেস ব্রিফিং করে বিএনপি যা করে, নতুন করে তাদের নাম দিতে হয় বাংলাদেশ নালিশ পার্টি। বিএনপি—বাংলাদেশ নালিশ পার্টি। বাস্তবে তো সেটাই।
ওবায়দুল কাদের বলেন, পরবর্তী জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকদের সংখ্যা একশ’র বেশি হবে না। ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের বিশেষ পরিস্থিতিতে সহ-সম্পাদকদের তালিকা দীর্ঘ হয়ে গেছে।
তিনি বলেন, এখন আওয়ামী লীগ অফিসের কোনো তরুণের সঙ্গে ধাক্কা লাগলেই বলে, আমি সহ-সম্পাদক। কিসের সহসম্পাদক? আওয়ামী লীগের সহ-সম্পাদক।
সম্মেলনের আগে সহ-সম্পাদক হতে ইচ্ছুক ব্যক্তিদের দপ্তরে জীবনবৃত্তান্ত জমা দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্মেলন হলে কেউ আর সহ-সম্পাদক থাকবে না। এ জন্য যারা সহ-সম্পাদক হতে ইচ্ছুক, তাদের দপ্তরে সিভি জমা দিতে হবে। এবার যোগ্যতা দেখে, ত্যাগ ও বাছবিচার করে সহ-সম্পাদকদের সংখ্যা ১০০ জনের মধ্যে সীমিত রাখা হবে। এর বেশি সহ-সম্পাদক করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, সহ-সম্পাদক যেভাবে ব্যাঙের ছাতার মতো বেড়ে গেছে, এতে কারও মর্যাদা নেই। প্রত্যেক উপকমিটির সহ-সম্পাদক জেলায় গিয়ে মাতব্বরী করে, উপজেলায় গিয়ে দাপট দেখায়। এ জন্য কিন্তু সহ-সম্পাদক করা হয়নি। এ ব্যাপারে সভানেত্রী অত্যন্ত বিরক্ত।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম