বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৭:০১:৪৯

সিম নিবন্ধনের সময়সীমা বাড়তে পারে এক মাস

 সিম নিবন্ধনের সময়সীমা বাড়তে পারে এক মাস

নিউজ ডেস্ক : সিম নিবন্ধনের সময়সীমা আরো এক মাস বাড়তে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।  ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।  বিভিন্ন সমস্যার কারণে এখনো ১ কোটিরও বেশি সিমের নিবন্ধন সফল হয়নি।  

মাঝখানে সিম নিবন্ধনের সময়সীমার দুদিন বাকি।  এ সময়ের মধ্যে সিম নিবন্ধন না হলে সময় বাড়ানো ছাড়া কোনো উপায় নেই।

বিটিআরসির হিসাবে, ২৪ এপ্রিল পর্যন্ত ৭ কোটি ৩৩ লাখ সিম সফলভাবে নিবন্ধিত হয়েছে।  আঙুলের চাপ ও তথ্য না মেলায় ১ কোটিরও বেশি সিমের নিবন্ধন সফল হয়নি।

বর্তমান চালু সিম ১৩ কোটি ৮ লাখ।  আঙুলের ছাপ না মেলায় ৬২ লাখ ৮০ হাজার গ্রাহকের নিবন্ধন হয়নি।  পরিচয়পত্র না পাওয়া যাওয়া ৩৪ লাখ ৯০ হাজার তথ্য মেলেনি।  সার্ভার ত্রুটির কারণে আরো ৩ লাখ ৯০ হাজার এবং অন্যান্য কারণে ৪ লাখ ৩০ হাজার সিমের নিবন্ধন হয়নি। এ অবস্থায় অপারেটরা নিবন্ধনের সীমা বাড়ানোর আবেদন করেছেন।  

ডাক ও টেলযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সিম নিবন্ধনের সময়সীমা বাড়াতে জনগণের ইচ্ছাকেই বিবেচনায় নেয়া হবে।  
বায়োমেট্রিক পদ্ধতিতে চলমান সিম নিবন্ধন কার্যক্রমের সময় বাড়ানো হবে কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ৩০ এপ্রিল।  বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

সূত্র জানায়, ওই বৈঠকে সময়সীমা আরো এক মাস বাড়ানো হতে পারে।  

এদিকে যাদের আঙুলের ছাপের সমস্যা তাদের জন্য ঢাকার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ছাড়াও জেলা উপজেলা নির্বাচন কার্যালয়ে নিবন্ধনের ব্যবস্থা চালুু করছে নির্বাচন কমিশন।

যাদের আঙুলের ছাপের সমস্যা আছে তারা সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আঙুলের ছাপ হালনাগাদে সিম নিবন্ধন করতে পারবেন।  
২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে