বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৯:২২:০৬

৩৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১৩০ জন

৩৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১৩০ জন

ঢাকা : ৩৪তম বিসিএসে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ১৩০ জনকে বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।  ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সুপারিশকৃতদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

গত বছরের ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।  এতে ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হন।  

এদের মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।  তবে তাদের নিয়োগ দিয়ে এখনো আদেশ জারি করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে এর আগে দুই দফায় নন-ক্যাডার পদে ২১৫ জনকে নিয়োগের সুপারিশ করেছেপিএসসি।

২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে