বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১১:৫২:২১

অবশেষে মুক্তি পেল ইলিয়াস

অবশেষে মুক্তি পেল ইলিয়াস

নিউজ ডেস্ক : এক মাসের বন্দিদশা থেকে অবশেষে মুক্তি পেল ১০ বছর বয়সী শিশু ইলিয়াস।  হাত পায়ের শেকল খুলে দিয়েছেতার।  শেকলে বাঁধা থাকতে থাকতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া ইলিয়াসের স্থান হয়েছে এখন রাজধানীর আগারগাঁও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।
 
ইলিয়াস মানসিক ভারসাম্য হারিয়ে অস্বাভাবিক আচরণ করায় বাবা আবুল হাশেম তাকে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।  শেকল-বাঁধা ইলিয়াসের এমন নিষ্ঠুর জীবন গত এক মাসের।

রাজধানীর ব্যস্ততম এলাকা তেজগাঁওয়ের পলিটেকনিক মার্কেটের বিপরীত পাশে ফুটপাতে তাকে বেঁধে রাখা হয়।  

বৃহস্পতিবার এ বিষয়ে একটি দৈনিকে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়।  সংবাদ প্রকাশের পর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আবদুর রশিদ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ সময় তার বাবাও থানায় ছুটে আসেন।  তিনি বলেন, তার ছেলের মানসিক সমস্যা আছে।  বাসায় একা থাকলে যেকোনো অঘটন ঘটাতে পারে, তাই রিকশা গ্যারেজের পাশের ফুটপাতে শেকলে বেঁধে রেখেছিলেন তিনি।

ওসি মো. আবদুর রশিদ জানান, বিষয়টি খুবই অমানবিক।  এ সংক্রান্ত খবর প্রকাশের পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা।'
 
তিনি জানান, ইলিয়াসের মাকে তালাক দেয়ার পর তার বাবা বিয়ে করে।  সৎমায়ের অত্যাচারে ছিল সে। মানসিকভাবে ভেঙে পড়েছিল।  যখন মুক্ত ছিল তখন মানুষকে মারতো।  মানুষের প্রতি অস্বাভাবিক আচরণ করতো।  এ থেকে বাঁচার জন্য বাবা তাকে শিকলে বেঁধে রেখে রিকশা চালাতে যেতেন।
 
তিনি জানান, তাকে আগারগাঁও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আমি নিয়মিত তাকে দেখতে যাব।  ইলিয়াসের বৃদ্ধ বাবাকে একটা চা দোকানের ব্যবস্থা করে দেব।  যাতে সন্তান সুস্থ হলে সন্তানকে পড়াশুনা করাতে পারেন তিনি।
 
আগারগাঁও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডা. সাদিয়া আমরিন সালামের তত্বাবধানে ভর্তি করানো হয়েছে।  তিনি গণমাধ্যমকে বলেন, ইলিয়াস আস্তে আস্তে স্বাভাকি হবে আশা করছি।
২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে