শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৫:১৭:২৮

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের নেপথ্য কারিগর

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের নেপথ্য কারিগর

তোহুর আহমদ : পুলিশের বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) জিয়াউল আহসানকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। সামরিক বাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাকে বৃহস্পতিবার পদোন্নতির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

একই সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে গতকাল তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে নিযুক্ত হন। নতুন কর্মস্থলে শিগগির তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় জিয়াউল আহসানকে র‌্যাব সদর দফতর থেকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানান তার সহকর্মীরা। সকালে র‌্যাব সদর দফতর প্রাঙ্গণে একটি পুষ্পসজ্জিত খোলা জিপে চড়ে তিনি সব পদমর্যাদার র‌্যাব সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উচ্চপদস্থ র‌্যাব কর্মকর্তাদের তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

র‌্যাব কর্মকর্তারা বলেন, জিয়াউল আহসান ব্যাটালিয়ন পর্যায়ে উপ-অধিনায়ক, গোয়েন্দা শাখার প্রধান, এরপর বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। র‌্যাবে দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রাখেন। দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া রানা প্লাজার মালিক সোহেল রানা ও হলমার্ক কেলেংকারির মূল হোতা তানভীর মাহমুদকে দ্রুততম সময়ে গ্রেফতার, সোনালী ব্যাংকের লুণ্ঠিত ১৬ কোটি ২০ লাখ টাকা উদ্ধারসহ বেশ কয়েকটি বড় অভিযানে তিনি অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন। বিশেষ করে ২০১৩ সালের ৫ মে রাজধানীতে হেফাজতের তাণ্ডব দমনে রাতের অন্ধকারে জীবন বাজি রেখে আইনশৃংখলা বাহিনীর যৌথ অভিযানের সময় তিনি ছিলেন সম্মুখভাগে।

সূত্র জানায়, জিয়াউল আহসান বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমান্ড অফিসার। তিনি প্যারা ট্রুপার ও ফ্রি-ফলার প্রশিক্ষণপ্রাপ্ত। র‌্যাবে কর্মকালীন তিনি তার পেশাগত এসব প্রশিক্ষণকে পুরোপুরি কাজে লাগান। এর স্বীকৃতি হিসেবে তিনি দু’বার পুলিশের সর্বোচ্চ সম্মানজনক বিপিএম (সাহসিকতা) ও পিপিএম পদকপ্রাপ্ত হন। জিয়াউল আহসানই একমাত্র কর্মকর্তা যিনি টানা চারবার পুলিশের সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ পদকে ভূষিত হন। এছাড়া রানা প্লাজার মালিককে গ্রেফতার ও উদ্ধার তৎপরতায় বিশেষ অবদানের জন্য সরকারের তরফ থেকে তাকে ৫ লাখ টাকার আর্থিক পুরস্কারও দেয়া হয়।

জিয়াউল আহসান তার ব্যক্তিগত পুরস্কারের এই অর্থ রানা প্লাজা দুর্ঘটনায় বাবা-মা দু’জনকেই হারানো দুই শিশু সাইম রহমান রবিন ও সিয়াম মণ্ডলের নামে এফডিআর করে দেন। শুধু তাই নয়, র‌্যাবে কর্মরত থাকা অবস্থায় প্রায় প্রতিদিনই নির্যাতিত ও ভুক্তভোগী মানুষ তার সঙ্গে দেখা করে আইনি সহায়তা চাইতেন। তিনি অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিতেন। এটি ছিল তার সবচেয়ে বড় গুণ।

বিদায় মুহূর্তে জিয়াউল আহসান এক প্রতিক্রিয়ায় বলেন, র‌্যাবে থাকাকালে তিনি প্রতিটি গণতান্ত্রিক সরকারের পূর্ণ সহায়তা পেয়েছেন। একই সঙ্গে গণমাধ্যম ও সুশীল সমাজ র‌্যাবকে দারুণভাবে সহায়তা করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে গেলে ভুল হবেই। কিন্তু আমরা সব সময় দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সজাগ থেকেছি। যখনই কোনো র‌্যাব সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, র‌্যাব একটি সম্মিলিত বাহিনী। এ ধরনের বাহিনীর সাফল্যের প্রশ্নে মাত্র ১০-১২ বছর সময় যথেষ্ট নয়। পরিপূর্ণভাবে বিকশিত হতে আরও সময় প্রয়োজন। তারপরও সাধারণ মানুষের পূর্ণ সহায়তার কারণে র‌্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জিয়াউল আহসান জানান, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি সাধারণ মানুষের কাছ থেকেই পেতেন। তাছাড়া মিডিয়ার মাধ্যমেও তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।

তিনি মনে করেন, মিডিয়াকে সঙ্গে নিয়ে কাজ করলে প্রতিটি কাজে এক ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা থাকে। তাই ভ্রাম্যমাণ আদালত থেকে শুরু করে র‌্যাবের অনেক স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অভিযানেও তিনি মিডিয়াকে সঙ্গে রাখতেন। জিয়াউল আহসান বলেন, র‌্যাবে কর্মকালীন সময়টি তার পেশাগত জীবনে স্মরণীয় হয়ে থাকবে। র‌্যাবে থাকাকালীন তাকে যারা সহায়তা করেছেন, তাদের সবার প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন কর্নেল আনোয়ার লতিফ খান। তিনি এর আগে র‌্যাব-১১ এর অধিনায়ক ছিলেন। -যুগান্তর
২৯ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে