শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০২:৪০:০৯

বাস ভাড়া কমানোর বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে

বাস ভাড়া কমানোর বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে

গাজীপুর: জ্বালানি তেলের দাম কমানোর প্রেক্ষিতে যাত্রীবাহী বাস ভাড়া কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুরে সরকারি নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে ভাড়া কমানোর বিষয়ে সোমবার বৈঠকের কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সোমবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএর ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেদিনই ভাড়া কমানোর ঘোষণা আসতে পারে।

গত ২৪ এপ্রিল থেকে জ্বালানি তেলের দাম কমানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেন ও পেট্রোল লিটারে কমেছে ১০ টাকা আর ডিজেল কেরোসিন প্রতিলিটারে কমেছে তিন টাকা করে।

বিআরটিএর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, ডিজেলের দাম মাত্র ৩ টাকা কমানোয় ভাড়ায় খুব একটা প্রভাব পড়ছে না। প্রতি কিলোমিটারে তিন পয়সা হারে ভাড়া কমতে পারে বলে ধারণা করছেন তারা। ফলে দূরপাল্লার রুটে ভাড়া কমবে সর্বোচ্চ ১৪ টাকা।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে