নিউজ ডেস্ক : এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকারকে তথ্য দিল ফেসবুক কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দিল ফেসবুক কর্তৃপক্ষ।
গত বছরের জুলাই-ডিসেম্বরে মোট ১২টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩১ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে। তাদের সর্বশেষ ‘গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ এ বলা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম অবমাননার কারণে দেশের আইন ভঙ্গের যুক্তি দেখিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) অনুরোধ পাওয়ার পর জুলাই-ডিসেম্বরে ফেসবুক কর্তৃপক্ষ চারটি ‘কনটেন্ট’ দেখার সুযোগ বন্ধ করেছে।
তবে বরাবরের মতো সংশ্লিষ্ট ব্যবহারকারীর নাম বা কনটেন্ট সম্পর্কে কোনো তথ্য ফেসবুকের প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত আড়াই বছরে মোট ৩৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার। সেসব অনুরোধের কোনোটিরই সাড়া দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
২০১৫ সালের জানুয়ারি-জুন সময়ে মোট তিনটি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনজন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়। এ তিনজনের বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ।
২০১৪ সালের জুলাই-ডিসেম্বরে পাঁচ জনের তথ্য, জানুয়ারি-জুনে ১৭ জনের তথ্য এবং ২০১৩ সালের জানুয়ারি-জুনে ১২ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল সরকার। ফেসবুক কারো তথ্যই দেয়নি।
২০১৩ সালের জুলাই-ডিসেম্বরে বাংলাদেশ থেকে তিনটি ‘কনটেন্ট’ দেখার সুযোগ বন্ধ রাখার অনুরোধই কেবল ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দেয়।
ওই সময় ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছিল, বাংলাদেশের আইনে ওইসব কনটেন্ট ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বিবেচিত হওয়ায় কর্তৃপক্ষ ওই ব্যবস্থা নেয়।
দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে গত বছর ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেসবুক দেখার সুযোগ বন্ধ করে রাখে সরকার।
ওই সময় ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ফেসবুকের নানা ‘অপব্যবহার ও নেতিবাচক’ বিষয় তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এরপর চলতি বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ফেসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠকও করেন তিনি।
এরপর দেশে ফিরে প্রতিমন্ত্রী বলেছিলেন, সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননাসহ বাংলাদেশের প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সরকারের অভিযোগ/অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ সামাজিক যোগাযোগের এ ওয়েবসাইট ব্যবহার করে থাকেন।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস