শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৩:৪৫:৫২

কেরির ফোনে চাপ অনুভব করছে না সরকার: আইনমন্ত্রী

কেরির ফোনে চাপ অনুভব করছে না সরকার: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও দাতা সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নানের খুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা আমাদের সহযোগিতার কথা বলেছেন। আমাদের কাজ আমরা করবো। সরকার কোনো চাপ অনুভব করছে না।

শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দুই দিন ব্যাপী ২১তম বার্ষিক জেলা কনভেনশন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যে কোনো অস্বাভাবিক মৃত্যু হলে তা ব্যথিত করে। সরকার সুষ্ঠু তদন্ত করছে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে। অতি দ্রুতই তদন্তের উদ্যোগ নেওয়া হবে। জুলহাস মান্নান হত্যার অপরাধের ধরণ একটু ভিন্ন। কিছু আলামত পাওয়া গেছে।

নিষ্পত্তি হয়ে যাওয়া ১৬৮টি মামলা পুনঃশুনানি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আমি বিস্তারিত জানি না। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে