বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৯:০১

নিউইয়র্কে হবে হাসিনা-মোদির বৈঠক

নিউইয়র্কে হবে হাসিনা-মোদির বৈঠক

নিউজ ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।  

নিউইয়র্কে এবার জাতিসংঘের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।  তবে সম্মেলনে ভাষণ দিচ্ছেন না নরেন্দ্র মোদি।

তবে টেকসই উন্নয়নের শীর্ষ সম্মেলনে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আহুত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী শীর্ষক বৈঠকে উপস্থিত থাকবেন মোদি।  এ দুই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ সময় উভয় প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন।  গত আগস্টে শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসে শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয়েছিল  নরেন্দ্র মোদির।

সোমবার মোদি নিজেই জানিয়েছেন, নিউইয়র্কে থাকাকালীন অনেক দেশের প্রধানদের সঙ্গে তার বৈঠক হবে।  জাতিসংঘের ৭০তম অধিবেশনের প্রাক্কালে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রপ্রধানদের একটি চিঠি দিয়েছেন।

উল্লেখ্য, জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটদিনের সরকারি সফরে নিউইয়র্ক যান।  নরেন্দ্র মোদিও আজ আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।  পরদিন নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা  দেবেন তিনি।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে