শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৯:২৩:৩৪

ছেলের সাক্ষাৎ পেলেন না মাহমুদুর রহমানের মা

 ছেলের সাক্ষাৎ পেলেন না মাহমুদুর রহমানের মা

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শুক্রবার দুপুরে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম গোলাম নবী মাহমুদুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  সাত কার্যদিবসের মধ্যে তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার এবং হাইকোর্টের নির্দেশনা মেনে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

আজ সকাল ১১ টার দিকে ডিবি পুলিশের একটি দল মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ে নিয়ে আসে।

এরপর বিকেলে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার মা অধ্যাপিকা মাহমুদা বেগম এবং আইনজীবী ও সাংবাদিক নেতারা। কিন্তু পুলিশ তাদের দেখা করার অনুমতি দেয়নি।

আইনজীবীরা জানান, ডিবি অফিসের গেটে কর্তব্যরত পুলিশ জানায় যে, আজ দেখা করা সম্ভব নয়।  এরপরও বেশ কিছুক্ষণ ডিবি অফিসের সামনে সবাইকে নিয়ে দাঁড়িয়ে থাকেন অধ্যাপিকা মাহমুদা বেগম।

এ সময় মাহমুদা বেগম সাংবাদিকদের বলেন, আমার ছেলে নির্দোষ। তার নামে যে মামলাটি দেয়া হয়েছে সেটি একটি মিথ্যা মামলা।  যে অভিযোগে মামলাটি হয়েছে আমার ছেলে বিন্দুমাত্র জড়িত নয়।  তবুও তাকে রিমান্ডে আনা হয়েছে।  এ কারণে এই বৃদ্ধ বয়সে আমি উদ্বিগ্ন এবং নানা শঙ্কায় ভুগছি।  আমার ছেলের শারীরিক অবস্থাও খুবই খারাপ।

তিনি বলেন, আমি আশা করি, রিমান্ডে থাকা অবস্থায় তার সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করা হবে না।  আজ সাত বছর ধরে আমরা দুর্ভোগ পোহাচ্ছি।  সব মামলায় উচ্চ আদালতে জামিন হলেও আমার ছেলেকে মুক্তি দেয়া হচ্ছে না।  পুলিশকে ছেলের জন্য আনা কিছু খাবার পৌঁছে দেয়ার অনুরোধ করলে পুলিশ প্রথমে অপারগতা প্রকাশ করলেও পরে তা গ্রহণ করে।  মায়ের আনা বাদাম, রুটি, কলা ও পানি পুলিশের হাতে তুলে দেয়া হয়।

অ্যাডভোকেট মাসুদ বলেন, মাহমুদুর রহমানকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।  সেই মামলায় তাকে আজ রিমান্ডে

প্রায় ৮৫টি মামলায় জড়িয়ে ২০১৩ সালের এপ্রিল থেকে কারাগারে আছেন মাহমুদুর রহমান।

এ সময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহ, অ্যাডভোকেট সুলতান মোহাম্মদ, আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, ইঞ্জিনিয়ার চুন্নু প্রমুখ।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে