ঢাকা : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ১৩ কোটি সিমের মধ্যে এখন পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম পুনঃনিবন্ধন করা হয়েছে। ১ কোটি ২২ লাখ গ্রাহকের সিম পুনঃনিবন্ধনের সময় ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলেনি।
তিনি বলেন, যাদের আঙুলের ছাপ মিলেনি তাদের সিম বন্ধ করা হবে না।
শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকার গ্রামীণফোন সার্ভিস সেন্টারে এসে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনেকের ন্যাশনাল আইডি কার্ডে জন্ম তারিখসহ একাধিক ভুল রয়েছে। এ সমস্যার কারণে কাউকে অসুবিধায় ফেলবো না। সরকারকে সহযোগিতার জন্য যারা এনআইডি অফিস ও মোবাইল অপারেটর সেন্টারে ঘুরছেন তাদের ধন্যবাদ।
সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বৈঠকে সিদ্ধান্ত হবে সময় বাড়ানো হবে কি না।
সিম নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামীকাল শনিবার।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস