শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ১১:০৮:৫৫

পিছিয়ে গেল শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ

 পিছিয়ে গেল শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ

নিউজ ডেস্ক : পিছিয়ে গেল বেসরকারি শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট।  নির্ধারিত সময় থেকে পিছিয়েছে এক সপ্তাহ।

শুক্রবার তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট অনিবার্য কারণবশত আগামী ৭ মে'র পরিবর্তে ১৩ মে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া স্কুল-২ ও স্কুলপর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ মে'র পরিবর্তে ১৩ মে শুক্রবার বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে