শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০১:১৮:৪৮

৭০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ২

৭০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক : বেসিক ব্যাংকের ৭০ কোটি টাকা অবৈধভাবে আত্মসাতের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার ভোর ৪টার দিকে দুদকের দায়ের করা মামলায় জামালপুরের সুজাকান্দা ও স্টেশন রোড এলাকা থেকে দুদকের একটি দল তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃরা হলেন- এমারেল্ড অটোব্রিকস গ্রুপের পরিচালক সারোয়ার জাহান ও শামীম আহমেদ সুজা। শনিবার জামালপুর আদালতে আসামিদের হাজির করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুদক।

উল্লেখ্য, বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। এর আগে এমারেল্ড গ্রুপের আরেক স্বত্বাধিকারী সৈয়দ হাসিবুল গণিকেও গ্রেপ্তার করা হয়।
৩০ এপ্রিল, এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে