ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, পহেলা মে অনুষ্ঠেয় শ্রমিক সমাবেশের মধ্যদিয়ে চলমান আন্দোলন আরো জোরদার হবে। সরকার পতনে দুটি পথ- ব্যালটে না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, আন্দোলন জোরদার করে জনগণ। সমাবেশের মাধ্যমে আন্দোলন দীর্ঘ করে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ব্যালটে না হলে আন্দোলনে সরকার পরিবর্তন হবেই। সে লক্ষ্যে পরিকল্পিতভাবে আন্দোলনের গতি বাড়ানোর চেষ্টা করছি। কোথাও সরবে আবার কোথাও নীরবে।
নোমান বলেন, আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। শ্রমিকের দাবি কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন সবকিছুর জন্যই আন্দোলন অপরিহার্য। আন্দোলনবিহীন কোনো কর্মসূচি সফল হবে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আন্দোলন ও সরকার পরিবর্তন চায়। সেই পরিবর্তন বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট দিয়ে করতে চায়। ব্যালটে যদি সম্ভব না হয় তাহলে আন্দোলনকে আরো তীব্র করে এগিয়ে যেতে চাই। পহেলা মে হচ্ছে আমাদের প্রেরণার উৎস।
নোমান বলেন, দেশবাসী ও শ্রমিকরা এ সমাবেশের জন্য অপেক্ষা করছে। সমাবেশে জনতার ঢল নামবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সমাবেশ সফল করবে। সমাবেশ সফল করার মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সরকারের শ্রমবিরোধী নীতি নিয়েও কথা বলবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম