ঢাকা : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ বিষয়ে আজ শনিবার বিকেলে ঘোষণা হতে পারে বলে তিনি জানান।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীতে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বাংলাদেশে টাওয়ার ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শেষ মুহূর্তে চাপের কারণে সার্ভারে কিছু সমস্যা হচ্ছে। এ জন্য আগে থেকেই বলা হয়েছিল, নিবন্ধন শেষ করতে। এরপরও যারা প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে সিম নিবন্ধন করছেন, তাদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, যারা সিম নিবন্ধন করতে পারেননি, তারাও নিবন্ধন করতে পারবেন। এ ব্যাপারে আজ বিকেল ৫টার দিকে জানানো হবে।
সে হিসাবে সিম নিবন্ধনে সময় বাড়ানোর ঘোষণার আর দেরি নেই। কিছুক্ষণের মধ্যে ঘোষণা আসতে পারে।
টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ’র (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির ও বিভিন্ন মোবাইল অপারেটররা।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম