ঢাকা : ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ তথ্য জানান খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান।
তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাগপার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
এর আগে বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের উদ্দেশ্যে রওনা হন তিনি।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম