শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৯:৩৬:০৫

আজ বিএনপির ঘরেই আগুন লেগেছে : ডা. জাফরুল্লাহ

আজ বিএনপির ঘরেই আগুন লেগেছে : ডা. জাফরুল্লাহ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের নেতাকর্মীদের উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অকারণে আত্মদান করবেন না, আত্মদান করলে সবার জন্য করেন।  বাঁধন ছিঁড়ে রাজপথে নামুন।

৩০ এপ্রিল শনিবার বিকেলে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্য এক আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, মান্নাকে যখন গ্রেপ্তার করা হয় বিএনপি তখন উচ্চস্বরে কোনো আওয়াজ করেনি।  কিন্তু আজ বিএনপির ঘরেই আগুন লেগেছে।  তাদের নেতা কর্মীদেরও বিনাবিচারে আটক করা হচ্ছে।  

প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে ডা. জাফরুল্লাহ চৌধুরী  বলেন, তিনি তার পিতৃকূল-মাতৃকূলকে অমর করে রাখার জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করছেন।   

তিনি বলেন, মান্নার মুক্তির দাবিতে একটি বড় জনসভার ডাক দিতে হবে বিএনপিকে।  তবেই মান্নাকে মুক্ত করে আনা যাবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, আমাদেরই শাস্তি হওয়া দরকার।  আমরা কেন নিজেদের ভোটের মর্যাদা বুঝিনি।  যাদের মধ্যে সততা, নিষ্ঠা ও যোগ্যতা নেই বারবার তাদেরই ভোট দিয়েছি আমরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার উচিত এমন মন্তব্য করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- কলাবাগানের জোড়া খুন না কি বিএনপি-জামায়াতের কাজ।  তাহলে আপনারা খুনিদের গ্রেপ্তার করছেন না কেন? এটা তো আপনাদের ব্যর্থতা।  ব্যর্থতার কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

আ স ম রব বলেন, কখন যে পায়ের তলা থেকে মাটি সরে যাবে তা বুঝতেও পারবেন না।  মান্নার মুক্তির দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে যখন মাঠে নামবো, তখনই এ সরকারের ক্ষমতার সমাপ্তি ঘটতে পারে।

নাগরিক ঐক্যে উপদেষ্টা এসএম আকরামের সভাপতিত্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে